শাড়ি বাঙালি নারীর উৎসবের প্রধান অনুষঙ্গ। বাঙালী নারীর প্রথম পছন্দ শাড়ি। পোশাকের আধুনিকতার ক্ষেত্রে যত বৈচিত্র্য আসুক না কেন শাড়ির ঐতিহ্য কিন্তু আজও অটুট রয়েছে। যুগ যুগ ধরে শাড়ির নকশা, বুননে চলছে রঙ বেরঙের, নতুনত্ব আর অভিনবত্বের খেলা। এবারের ঈদে শাড়ির সেই বৈচিত্র্য দেখা যাচ্ছে ব্যাপকভাবে।
এক দিকে যেমন সুতি আর তাঁতের শাড়ির জমজমাট বাজার অন্য দিকে তেমনি রয়েছে জামদানি, হাফসিল্ক কাতান, সিল্ক, জর্জেট মসলিনের ব্যাপক কদর। নারীরা তাদের পছন্দমতো শাড়ি কিনছেন বাজার ঘুরে ঘুরে।
এবারের শাড়ির নকশায় প্রধান আকর্ষণ দুই রঙের ওপর করা কন্ট্রাস্ট ডিজাইন। কুচিতে এক রঙ থাকছে আর তার সাথে ম্যাচিং করে বিভিন্ন শেড বা কখনো পুরোপুরি কন্ট্রাস্ট রঙে করা হয়েছে আঁচলের অংশ। কখনো হলুদ কুচির সাথে রয়েছে গাঢ় নীলের কম্বিনেশন কখনো লেমন আর হলুদের কন্ট্রাস্ট। সেই সাথে থাকছে পাড়, জরি, এম্ব্রয়ডারির জমকালো কারুকাজ পাড় ও আঁচল। কোনো কোনো শাড়ির জমিনে থাকছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট এমনকি টাইডাই।
এসব শাড়ি একেবারেই আলাদা বাজারের অন্য শাড়ি থেকে। এ ছাড়াও সুতি, অ্যান্ডি, হাফসিল্ক, সিল্কের ওপর নানা নকশা, ডিজাইন ফুটিয়ে তুলে সাজানো হয়েছে অন্যমেলার এবারের শাড়ির কালেকশন।
উৎসব যেহেতু, তাই শাড়িগুলোতে বিভিন্ন উজ্জ্বল রঙ যেমন, কমলা, ম্যাজেন্টা, সবুজ, বেগুনি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বর্ষা ঋতুর সাথে মিল রেখে নীলের প্রাধান্য একটু বেশিই দেখা যাবে এবারের ঈদ কালেকশনে।
ফ্যাশন হাউজ ছাড়াও প্রাইড, পারফেক্ট, বি-প্লাস প্রভৃতি দেশীয় শাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সব ধরনের বাজেটের মধ্যে পেয়ে যাবেন চমৎকার প্রিন্টের শাড়ি।
জামদানির ওপর চিরাচরিত ডিজাইনের বাইরে পাবেন এক্সেসরিজ ব্যবহার করে নতুনভাবে করা শাড়ি। এ ছাড়াও রাজশাহী সিল্ক, সফুরা সিল্ক, দোয়েল সিল্ক, ঊষা সিল্ক অর্থাৎ সিল্কের নানা ব্লক, এম্ব্রয়ডারি, টাইডাই, কারচুপি প্রভৃতি মাধ্যমে কাজ করে তৈরি করা হয়েছে উৎসবধর্মী সিল্কের শাড়ি।
এবারের ঈদের শাড়ির আরেকটি বৈশিষ্ট্য হলো শাড়িগুলোতে প্রচুর এক্সেসরিজ ব্যবহার করা হয়েছে। জরি, পুঁতি, পাড়, টার্সেল প্রভৃতি দিয়ে নকশায় আনা হয়েছে বৈচিত্র্য। সেই সাথে রয়েছে নানা ডিজাইনের ব্লাউজ। এবারের ঈদে শাড়ির সাথে সমান গুরুত্ব পেয়েছে নানা কারুকাজ ও প্যাটার্নে তৈরি ব্লাউজ।
এক দিকে যেমন সুতি আর তাঁতের শাড়ির জমজমাট বাজার অন্য দিকে তেমনি রয়েছে জামদানি, হাফসিল্ক কাতান, সিল্ক, জর্জেট মসলিনের ব্যাপক কদর। নারীরা তাদের পছন্দমতো শাড়ি কিনছেন বাজার ঘুরে ঘুরে।
এবারের ঈদে শাড়ির সেই বৈচিত্র্য |
এসব শাড়ি একেবারেই আলাদা বাজারের অন্য শাড়ি থেকে। এ ছাড়াও সুতি, অ্যান্ডি, হাফসিল্ক, সিল্কের ওপর নানা নকশা, ডিজাইন ফুটিয়ে তুলে সাজানো হয়েছে অন্যমেলার এবারের শাড়ির কালেকশন।
উৎসব যেহেতু, তাই শাড়িগুলোতে বিভিন্ন উজ্জ্বল রঙ যেমন, কমলা, ম্যাজেন্টা, সবুজ, বেগুনি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বর্ষা ঋতুর সাথে মিল রেখে নীলের প্রাধান্য একটু বেশিই দেখা যাবে এবারের ঈদ কালেকশনে।
এবারের ঈদে শাড়ির সেই বৈচিত্র্য |
ফ্যাশন হাউজ ছাড়াও প্রাইড, পারফেক্ট, বি-প্লাস প্রভৃতি দেশীয় শাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে সব ধরনের বাজেটের মধ্যে পেয়ে যাবেন চমৎকার প্রিন্টের শাড়ি।
জামদানির ওপর চিরাচরিত ডিজাইনের বাইরে পাবেন এক্সেসরিজ ব্যবহার করে নতুনভাবে করা শাড়ি। এ ছাড়াও রাজশাহী সিল্ক, সফুরা সিল্ক, দোয়েল সিল্ক, ঊষা সিল্ক অর্থাৎ সিল্কের নানা ব্লক, এম্ব্রয়ডারি, টাইডাই, কারচুপি প্রভৃতি মাধ্যমে কাজ করে তৈরি করা হয়েছে উৎসবধর্মী সিল্কের শাড়ি।
এবারের ঈদের শাড়ির আরেকটি বৈশিষ্ট্য হলো শাড়িগুলোতে প্রচুর এক্সেসরিজ ব্যবহার করা হয়েছে। জরি, পুঁতি, পাড়, টার্সেল প্রভৃতি দিয়ে নকশায় আনা হয়েছে বৈচিত্র্য। সেই সাথে রয়েছে নানা ডিজাইনের ব্লাউজ। এবারের ঈদে শাড়ির সাথে সমান গুরুত্ব পেয়েছে নানা কারুকাজ ও প্যাটার্নে তৈরি ব্লাউজ।
0 comments:
Post a Comment